শুভেচ্ছা, শুভকামনা এবং আর যা কিছু ভালো সবই রইলো চাব্ধ উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত ডিজিটাল বাংলাদেশের নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য।
ডিজিটাল বাংলার হাত ধরে আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম কারিগর স্মার্ট শিক্ষার্থী। বিদ্যা-অর্জনে সফল শিক্ষার্থীই হলো স্মার্ট শিক্ষার্থী
বিদ্যা-অর্জন একটি অন্তহীন প্রক্রিয়া। যথাযথ শিক্ষা উপকরণ-এর ব্যবহার বিদ্যা-আর্জন প্রক্রিয়াকে সহজতর করে তুলে। এক্ষেত্রে শিক্ষার্থী ডায়েরি একটি উল্লেখযোগ্য সংযোজন। শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের যথাযথ অংশ গ্রহণে শিক্ষার্থী ডায়েরি শিক্ষাবিস্তারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
বিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান। সমাজের সকলের সার্বিক সাহায্য-সহযোগিতা এবং শিক্ষক- শিক্ষিকাগণের আন্তরিক প্রচেষ্ঠার মধ্য দিয়ে আমাদের ঐতিহ্যবাহী চাক্ক উচ্চ বিদ্যালয়টি উত্তরোত্তর সাফ্যল্যের স্বর্ণশিখরে আরোহণ করুক-পরম করুণাময় আল্লাহ্তালার কাছে সর্বদাই এই কামনা করি।
পরিশেষে সকলের রোগশোক মুক্ত সুস্থ্য-সুন্দর-জীবন কামনা করছি। আল্লাহ্ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।